২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৯:৪৪, ২৫ জানুয়ারি ২০২২

আপডেট: ২২:২৪, ২৫ জানুয়ারি ২০২২

মুখে যা কাজেও তাই পাবেন: নবাগত ডিসি

মুখে যা কাজেও তাই পাবেন: নবাগত ডিসি

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নবাগত জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন, ‘প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা তাঁর সঙ্গী হিসেবে কাজ করছি। দেশ আগাচ্ছে, আমরাও আগাচ্ছি। মুখে এক কথা আর কাজে ভিন্নতার সময় শেষ। আমি যেগুলো বলেছি, বুঝে শুনেই বলেছি। আমার মুখে যা কাজেও তাই পাবেন।’

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি সরকারের প্রতিনিধি। প্রায় প্রতিটি মন্ত্রণালয়ের স্থানীয় প্রতিনিধি আমি। সব কাজ আমি করে ফেলবো এই অথরিটি আমার নাই। সব সমস্যা একদিনে সমাধান হবেও না। তবে উদ্যোগ নিতে পারবো। প্রয়োজনে মন্ত্রণালয়ে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত জানাবো।’

নবাগত ডিসি বলেন, ‘এই নারায়ণগঞ্জে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। এইটা অস্বীকার করার সুযোগ নেই। যানজট নিরসনে কাজ করবো। পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আওতায় আনা যায় কিনা, ফুটপাত মুক্ত করতে কী কী কাজ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবো। প্রশাসন, পুলিশ, বিজিবি, আর্মি সব করতে পারে না। সবাই মিলে একসাথে কাজ করলে সকল সমস্যা সমাধান সম্ভব। সকলে মিলে কাজ করতে চাই।’

তিনি বলেন, ‘নদী রক্ষার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাবো। পানি দূষণের উৎস নিয়ে ইতোমধ্যে আলোচনা করেছি। নদীর জায়গা যারা দখল করেছেন তাদের সকলকেই নির্বিচারে উচ্ছেদ করা হবে। অন্যের জমি দখল করার প্রবণতা থেকে সরে আসতে হবে সকলকে।’

এই সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফাতেমা তুল জান্নাত, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়