২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৫৪, ১ মে ২০২২

আপডেট: ২০:৫৫, ১ মে ২০২২

মে দিবসে শ্রমিক সংহতির মানববন্ধন

মে দিবসে শ্রমিক সংহতির মানববন্ধন

প্রেস নারায়ণগঞ্জ: মহান মে দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ রোববার (১ মে) দুপুরে সংগঠনের জেলার সম্পাদক কাউসার হামিদের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, গার্মেন্ট শ্রমিক সংহতি মহানগর শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, ফতুল্লা থানার সংগঠক আব্দুল আল মামুন, সিদ্ধিরগঞ্জ থানার সংগঠক মাহমুদ কলি হারুন, কাঁচপুর আঞ্চলিক কমিটির সংগঠক আসলাম শিকদার প্রমুখ৷

বক্তারা বলেন, আজ পহেলা মে। পৃথিবীর ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি দিন। আজ থেকে ১৩৬ বছর আগে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা নির্দিষ্ট ৮ ঘন্টা শ্রম, ৮ ঘন্টা বিশ্রাম ও ৮ ঘন্টা বিনোদনের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিলো। সে আন্দোলনকে দমন করতে তৎকালীন প্রশাসন শ্রমিকদের উপর গুলি চালায়। নির্বিচারে হত্যা করে শ্রমিকদের। যে বাস্তবতা আমরা বর্তমানে এসেও এই বাংলাদেশে দেখতে পাই। শ্রমিকের মাথার উপর কাঁঠাল ভেঙ্গে খেয়ে যখন মালিকেরা শ্রমিকেরই ন্যায্য পাওনা পরিশোধ করতে চায় না। আর সেই পাওনা আদায়ের জন্য যখন শ্রমিকেরা বাধ্য হয়েই রাস্তায় নামে। তখন সেই নিরাপরাধ আন্দোলনকে দমন করার জন্য লেঠেল বাহিনী হিসেবে কাজ করে প্রশাসন। শ্রমিকের শ্রমে-ঘামে এই দেশ চলে, মালিকেরা চলেন। বছরজুড়ে রমরমা ব্যবসা চলে। রপ্তানিতে ২৮% আয় বাড়ে। তবু শ্রমিকের বেতন বাড়েনা, সু্যোগ-সুবিধা বাড়েনা। কিন্তু কেনো বাড়েনা, এই প্রশ্ন করলেই আর চাকরি থাকেনা। এমনই এক নিপীড়ক রাষ্ট্রে আমরা বসবাস করছি। যেখানে প্রতিদিন শ্রমিকশ্রেণীকে নিষ্পেষিত হতে হচ্ছে। আমরা এই ব্যবস্থার বদল চাই। আর সেই বদলের সংগ্রামে আমাদের সবচেয়ে বড় প্রেরণা মে দিবস। মে দিবসের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা গার্মেন্ট শ্রমিক সংহতি সেই লড়াইয়ে সকলকে যুক্ত হবার আহ্বান জানাই।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়