২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৪১, ২৫ ডিসেম্বর ২০২২

আপডেট: ২০:৪৪, ২৫ ডিসেম্বর ২০২২

মেঘনার চরে শ্লোগানের শীতবস্ত্র উপহার

মেঘনার চরে শ্লোগানের শীতবস্ত্র উপহার

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন শ্লোগানের উদ্যোগে কুমিল্লার মেঘনা উপজেলার চরাঞ্চলে শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে। গত শনিবার (২৪ ডিসেম্বর) দিনভর বিভিন্ন অসহায় মানুষের বাড়িতে গিয়ে এই উপহার বিতরণ করে সংগঠনের কর্মীরা।

এদিন চরাঞ্চলের অন্তত অর্ধশতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শ্লোগানের ত্রাণ ও সহায়তা সম্পাদক সবুর হোসাইনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সভাপতি মীর ছিবগাতুল্লাহ ত্বকী, সেক্রেটারী সোহেল খান, অর্থ সম্পাদক নূর আলী, ক্রীড়া সম্পাদক নাবিল, সানি, তুহিন, সাগর প্রমুখ।

ত্রান বিতরণের বিষয়ে সভাপতি ত্বকী বলেন, `আমাদের দেশে মানুষকে লাইনে দাঁড় করিয়ে শীতবস্ত্র দেয়ার উদাহরণ রয়েছে। কিন্তু আমরা মানুষের দুয়ারে গিয়ে শীতবস্ত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং তা বাস্তবায়ন করেছি। আমাদের প্রথম ধাপে মেঘনার চরে শীতবস্ত্র বিতরণ হয়েছে। দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জ ও ঢাকায় শীতবস্ত্র উপহার কার্যক্রম সম্পন্ন করবে শ্লোগান।`

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়