২৩ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৩:৪৬, ১২ ডিসেম্বর ২০২১

আপডেট: ২১:১১, ১২ ডিসেম্বর ২০২১

মেয়র পদে মনোনয়নপত্র নিলেন সাবেক এমপি গিয়াস উদ্দিন

মেয়র পদে মনোনয়নপত্র নিলেন সাবেক এমপি গিয়াস উদ্দিন

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র কিনেছেন সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন। রোববার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তার পক্ষে অনুসারী নেতা-কর্মীরা জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপির এই সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান।

এদিকে গিয়াস উদ্দিনের ঘনিষ্ঠজন মাজেদুল ইসলাম মুঠোফোনে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে স্বতন্ত্র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুহাম্মদ গিয়াস উদ্দিন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আকরাম হোসেন খান ও মাজেদুল ইসলামসহ অনুসারী নেতারা।

এদিকে এবার সিটি নির্বাচনে মুহাম্মদ গিয়াস উদ্দিন ছাড়াও মহানগর বিএনপি নেতা সাখাওয়াত হোসেন ও এটিএম কামাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকারও মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে। তবে বিএনপি দলীয়ভাবে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। ফলে বিএনপির প্রত্যেক নেতাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ মেয়র পদে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়