২৩ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৪:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ১৮:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২০

মৌসুমী বেকারি ও ত্রিনাথ মিষ্টান্ন ভান্ডারে অভিযান, জরিমানা

মৌসুমী বেকারি ও ত্রিনাথ মিষ্টান্ন ভান্ডারে অভিযান, জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও পণ্যে উৎপাদন তারিখ, মেয়াদ, মূল্য উল্লেখ না করায় দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৬ সেপ্টম্বর) দুপুর ১২টায় ফতুল্লার পঞ্চবটি ও জামতলা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক শাহজাহান হালদার। এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এ পঞ্চবটির মৌসুমী বেকারী ও জামতলার ত্রিনাথ মিষ্টান্ন ভান্ডারকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুম জানান, জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ফতুল্লায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পঞ্চবটির মৌসুমী বেকারী ও জামতলার ত্রিনাথ মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, দুই প্রতিষ্ঠানই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করছে এবং তাদের খাদ্যপণ্যে উৎপাদন তারিখ, মেয়াদ এবং তারিখ উল্লেখ করা নেই। এই অপরাধে মৌসুমী বেকারীকে ২০ হাজার এবং ত্রিনাথ মিষ্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়