২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২১:৩৫, ১৭ জানুয়ারি ২০২১

রাজউকের প্রস্তাবের বিরুদ্ধে বন্দরে গণস্বাক্ষর কর্মসূচি

রাজউকের প্রস্তাবের বিরুদ্ধে বন্দরে গণস্বাক্ষর কর্মসূচি

প্রেস নারায়ণগঞ্জ: রাজউকের সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর প্রেসক্লাবের সামনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।

বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বন্দর প্রেসক্লাবের সামনে এসে স্বাক্ষর দেয় এবং রাজউকের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেন।

নারায়ণগঞ্জ রিয়েল এষ্টেট ডেভেলপার্স এসোসিয়েশন আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ গ্রহণ করেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট নাসির হায়দার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ পারভেজ, সেক্রেটাররি জেনারেল গোলাম সারোয়ার, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, সদস্য গোলাম কিবরিয়া, আলী হোসেন, আব্দুস সাত্তার আনসারী, মো. জাহাঙ্গীর ও আব্দুল আজিজ প্রমুখ।

প্রসঙ্গত, রাজউক নারায়ণগঞ্জে ৪ তলার বেশী ভবন করা যাবে মর্মে সিদ্ধান্ত দেয়। এর প্রতিবাদে নারায়ণগঞ্জে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। গত শনিবার চাষাঢ়া শহীদ মিনারে এ গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়