২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২১:২৩, ১৩ নভেম্বর ২০২০

আপডেট: ১৪:৪২, ১৪ নভেম্বর ২০২০

রাজনীতিকে বিদায় জানাবেন শামীম ওসমান!

রাজনীতিকে বিদায় জানাবেন শামীম ওসমান!

প্রেস নারায়ণগঞ্জ: রাজনীতিতে চিরস্থায়ী হতে আসেননি মন্তব্য করে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। তিনি বলেছেন, ‘আমি রাজনীতিতে চিরস্থায়ী হতে আসিনি। সময়মতো বিদায় নেওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছি।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার ইসদাইরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি রাজনীতি করি বলে আমার সন্তান, স্ত্রী, ছেলের বউ আমার জায়গা নেবে; এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। আমি আদর্শের রাজনীতিতে বিশ্বাস করি। আদর্শবাদী যেকেউ রাজনীতিতে আসতে পারে। কিন্তু বর্তমানে অনেকেই রাজনীতি করতে রাজনীতি করে না, অন্য কিছুর জন্য রাজনীতি। যা আমরা সম্প্রতি পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি।’

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা চলছে মন্তব্য করে শামীম ওসমান বলেন, ‘সরকার পরিবর্তনের জন্য না বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করার জন্য ইতিহাসের সবচেয়ে বড় খেলা শুরু হয়েছে। এই রাষ্ট্রকেই অকার্যকর করতে চাচ্ছে। আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে এই খেলা শুরু হয়েছে। এই খেলা মোকাবেলা কেবল করতে পারেন জননেত্রী শেখ হাসিনা।’

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশে গৃহস্থালি আবর্জনা ফেলার বিষয়ে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে আসতে লজ্জা লাগে। বাংলাদেশের অন্যতম একটা স্টেডিয়াম কিন্তু খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। আমাদের স্বপ্ন ছিল নারায়ণগঞ্জের এই মাঠে বিশ্বকাপ খেলা হবে। কিন্তু আন্তর্জাতিক টিমগুলো আসতে শুরু করার পর ময়লা ফেলা শুরু হলো। হেলিকপ্টার দিয়ে আসার পরও বিদেশিরা কিন্তু এই ময়লার গন্ধ পায়। এখন কিন্তু ওই স্টেডিয়ামে তেমন একটা খেলা হয় না। সেখানে কিন্তু একটা পার্কও আছে। তার পাশেই ময়লা ফেলা দেখে আমি অবাক হই। আমি লজ্জিত নতুন প্রজন্মের কাছে।’

মাস্টার্স ক্রিকেট অব নারায়ণগঞ্জের সভাপতি তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. জসিম উদ্দিন, নারায়ণগঞ্জে বিজিবি-৬২ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল মেহেদী হাসান আল আমিন, র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল খন্দকার সাইফুল ইসলাম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি কুতুবউদ্দিন আকসির প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়