২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:২৫, ৫ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২১:২৫, ৫ ফেব্রুয়ারি ২০২৩

রাসেলের প্রতিকৃতিতে জাপানি রাষ্ট্রদূতের শ্রদ্ধাঞ্জলি

রাসেলের প্রতিকৃতিতে জাপানি রাষ্ট্রদূতের শ্রদ্ধাঞ্জলি

প্রেস নারায়ণগঞ্জ: শহরের শেখ রাসেল নগর পার্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি৷ রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাসেল পার্ক পরিদর্শনকালে তিনি শ্রদ্ধাঞ্জলি জানান৷

এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীও তার সাথে উপস্থিত ছিলেন৷ তিনি জাপান রাষ্ট্রদূতকে পার্কটি ঘুরে দেখান৷

নারায়ণগঞ্জ শহরের অন্যতম বিনোদনকেন্দ্র হয়ে উঠেছে দেওভোগে অবস্থিত শেখ রাসেল নগর পার্ক৷ এ পার্কটির জায়গায় পূর্বে রেলওয়ের বস্তি ছিল৷ যা এক পর্যায়ে মাদকের আখড়া ও আবর্জনার স্তুপে পরিণত হয়৷ এ জায়গাটি উদ্ধার করে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নগরবাসীর জন্য পার্ক নির্মাণের উদ্যোগ নেন৷ প্রভাবশালী বিভিন্ন মহলের বাধার মুখেও তিনি পিছু হটেননি৷

সিটি করপোরেশনের অগ্রাধিকার প্রকল্প হিসেবে পার্কটি নির্মাণকাজ শুরু করেন৷ পার্কটির বাহ্যিক ও অভ্যন্তরীণ অধিকাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে৷ নগরবাসীর বিনোদনের জন্য নির্মিত পার্কটিকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর শিশু ছেলে শেখ রাসেলের নামে নামকরণ করা হয়েছে৷ পার্কটির জন্য নগরবাসীর পক্ষ থেকে বেশ প্রশংসিত হয়েছে মেয়র আইভী৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়