২৮ মার্চ ২০২৪

প্রকাশিত: ২৩:৪৪, ২২ জানুয়ারি ২০২১

আপডেট: ২০:০৪, ২৩ জানুয়ারি ২০২১

রূপগঞ্জে আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রী ও সন্তানসহ ৪ জনের মৃত্যু

রূপগঞ্জে আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রী ও সন্তানসহ ৪ জনের মৃত্যু

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার থেকে ছুপড়ি ঘরে আগুন লেগে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে৷ শুক্রবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচলের ১১ নম্বর সেক্টর কুমারটেকে এ ঘটনা ঘটে৷

নিহতরা হলেন: মাছুম (৪০), তার স্ত্রী সীমা (৩২), দুই ছেলে রাসেল (১৭) ও রহমতউল্লাহ (১০)৷ এদের মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে৷ সীমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ৷

অগ্নিকান্ডের খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে অগ্নিনির্বাপন ও উদ্ধারকাজ শুরু করে৷ নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার উদ্দীপন ভক্ত জানান, পৌনে নয়টায় খবর পেয়ে পূর্বাচলের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়৷ সাড়ে ৯টায় আগুন নেভাতে সক্ষম হন তারা৷

এদিকে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্যুৎ বিভাগের ডেসকো ও পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইন থেকে স্পার্ক করে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে৷

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদের বলেন, ‘বৈদ্যুতিক তারের কারণে ছুপড়ি ঘরে লাগা অগ্নিকান্ডে দগ্ধ শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান৷ এক নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান তিনিও৷’

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুশরাত জাহান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ডেসকোর হাই ভোল্টেজের তার ছিড়ে পল্লী বিদ্যুতের তারের উপর পড়ে৷ সেখান থেকে তারগুলো ঘরের চালে পড়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ এ দুর্ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে৷’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়