২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৭:০৭, ২০ অক্টোবর ২০২০

আপডেট: ১৮:০৭, ২০ অক্টোবর ২০২০

রূপগঞ্জে ইউপি নির্বাচনে মারামারি

রূপগঞ্জে ইউপি নির্বাচনে মারামারি

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের খৈসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বেলা সাড়ে তিনটার দিকে দুই নম্বর ওয়ার্ডের সদস্য পদে ভ্যানগাড়ি প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন স্বপন ও মোরগ প্রতীকের প্রার্থী আবুল হোসেনের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। দুই পক্ষই লাঠিসোটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। উভয়ই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমর্থক। এ ঘটনায় একজন আহত হয়েছেন। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে মেম্বার প্রার্থী আবুল হোসেনের সমর্থক কাজল নামে এক ব্যক্তিকে আটক করে রাখেন প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেনের সমর্থকরা। পরে পুলিশের সহায়তায় তাকে ছাড়িয়ে আনা হয় বলে জানান আবুল হোসেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মেম্বার পদে ভ্যানগাড়ি ও মোরগ প্রতীকের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষই আওয়ামী লীগের সমর্থক। উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজন মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে খবর পাওয়া গেলেও এ ঘটনায় কেউ আটক নেই বলে জানান থানার ওসি।

মাহমুদুল হাসান বলেন, এই একটি কেন্দ্র ছাড়া বাকি কেন্দ্রগুলোতে কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়