১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:০৮, ১ মার্চ ২০২১

রূপগঞ্জে করোনা প্রতিরোধে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

রূপগঞ্জে করোনা প্রতিরোধে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মীদের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা বিষয়ক ৩ দিন ব্যপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এ সময় করোনার টিকা, স্বাস্থ্য সচেতনতা, শিশু ও মায়েদের প্রতি যত্নশীল হওয়ার নানা কৌশল আলোচনা করা হয়।

সোমবার (১ মার্চ) স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকপ্লের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচীতে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের ৯০জন মাঠকর্মী অংশগ্রহণ করছেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরজাহান আরা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, এলজিইডি কর্মকর্তা আশরাফুল আলম প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়