২৮ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৯:০২, ৭ অক্টোবর ২০২০

আপডেট: ১৯:৫১, ৭ অক্টোবর ২০২০

রূপগঞ্জে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মশালা

রূপগঞ্জে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মশালা

প্রেস নারায়ণগঞ্জ: নারীর শিক্ষা ক্ষমতায়ন এবং নারী-শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের সভা কক্ষে আলোচনা সভা শেষে জিওবির আওতায় নেতৃস্থানীয় ব্যক্তি বর্গদের নিয়ে দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়।

উপজেলার মুড়াপাড়া শিবগঞ্জ এলাকার মুক্তিযোদ্ধা শ্রী-বিশ্বনাথ দের বাড়িতে ফলদ ও বনজসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার উদ্ধোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন। পরে করোনা ভাইরাস সংক্রমন রোধ, ১৫টি জীবন তথ্য, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, শিশু পানিতে ডুবলে করনীয় বিষয়ক আলোকপাত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.জসিমউদ্দীন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহাজান ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জায়েদা আক্তার, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস, রূপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়