২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:০৯, ২৬ নভেম্বর ২০২০

আপডেট: ২০:০৯, ২৬ নভেম্বর ২০২০

রূপগঞ্জে মাস্ক বিতরণে ইউপি চেয়ারম্যান

রূপগঞ্জে মাস্ক বিতরণে ইউপি চেয়ারম্যান

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া এলাকায় মাস্ক বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিআরডিপির সাবেক চেয়ারম্যান আনিফ মাহমুদ আওরঙ্গ, সরকারি মুড়াপাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহম্মেদ রাজ, ক্রীড়া সম্পাদক সামিউল হক শ্যামল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এমএ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ইমদাদুল হক দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রুবেল মাহমুদ, দপ্তর সম্পাদক শাহেল মাহমুদ, অনুপম হাসান ফরিদ, রাশেদুল ইসলাম, মাহাবুবুর রহমান রনি, এআর ইব্রাহীম, সাজিদ, ফাহিম, মিজানুর রহমান।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তোফায়েল আহম্মেদ আলমাছ বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই এখনই সচেতন হয়ে নিজেকে বাঁচতে হবে। অন্যকেও বাঁচাতে হবে। ভ্যাকসিন হাতে পাওয়ার আগ পর্যন্ত করোনা ভাইরাস থেকে বাঁচতে চাইলে সচেতন হতে হবে। এছাড়া মুড়াপাড়া ইউনিয়নের মাদক, বাল্য বিয়ে, এসিড নিক্ষেপ, নারী নির্যাতন, দুর্নীতি, অনিয়ম, ইভটিজিং, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ সকল সামাজিক ব্যাধির বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়