২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:২৪, ৩ অক্টোবর ২০২০

আপডেট: ১৯:৩৫, ৩ অক্টোবর ২০২০

রূপগঞ্জের দাউদপুর ইউপি নির্বাচনে তিন পদে পঞ্চাশ প্রার্থী

রূপগঞ্জের দাউদপুর ইউপি নির্বাচনে তিন পদে পঞ্চাশ প্রার্থী

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি। এই নির্বাচনে তিনটি পদে মোট পঞ্চাশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নুরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সহ-সভাপতি শরিফ আহমেদ টুটুল লড়াই করবেন। ৯ টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৩৭ জন ও ৩টি সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার প্রতীক বরাদ্ধের দিন।

জানা গেছে ৩টি পদে মোট ৫৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। বাছাইয়ে একজন সংরক্ষিত ও তিনজন সাধারণ সদস্য প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়। ৫১ জন বৈধ প্রার্থীর মধ্যে গত ৩০ অক্টোবর ১ জন সংরক্ষিত নারী সদস্যপ্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আগামী ২০ অক্টোবর দাউদপুর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নে ৩০ হাজার ৫৫০ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬৫২ জন ও ১৪ হাজার ৮৯৮ জন নারী ভোটার রয়েছেন। শান্তিপূর্ণ একটি ভোট গ্রহণে আমরা প্রস্তুত।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়