২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ২১:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০২১

রোববার কুমুদিনী মেডিকেল কলেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রোববার কুমুদিনী মেডিকেল কলেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এন্ড ক্যান্সার রিসার্চ (কেআইএমএস কেয়ার) এর ভিস্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে নগরীর খানপুর এলাকায় অবিস্থত কুমুদিনী কমপ্লেক্সে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জের ৫ সংসদ সদস্যের উপস্থিত থাকার কথা রয়েছে। উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার জায়েদুল আলম।

নাসিকের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ নগরীতে মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্যান্সার ইনস্টিটিউট স্থাপনের নিমিত্ত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এখানে থাকবে ৩শ’ শয্যা বিশিষ্ট সাধারণ চিকিৎসা সেবা, ৫০ শয্যার ক্যান্সার চিকিৎসা সেবা, রিসার্চিং ইনস্টিটিউট ও কলেজ। শহরের খানপুর এলাকায় কুমুদিনীর নিজস্ব জায়গায় এ মেডিকেল কলেজ নির্মাণ করা হবে।

গত ৩ ফেব্রয়ারি মেডিকেল কলেজ ও ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সঙ্গে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের পরিচালক শ্রীমতি সাহা।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি এই কার্যক্রমের উদ্বোধন হওয়ার কথা ছিল। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করারও কথা ছিল। তবে অনিবার্য কারণে তারিখ পিছিয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়