২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৪৯, ১৮ এপ্রিল ২০২১

লকডাউন কার্যকরে সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লকডাউন কার্যকরে সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রেস নারায়ণগঞ্জ: সর্বাত্মক লকডাউন কার্যকর ও করোনা সংক্রমণ প্রতিরোধে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট৷ রোববার (১৮ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বারের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের সোনামিয়া মার্কেট, ছালেহ সুপার মার্কেট, গোদনাইল ধনকুন্ডা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় ৬ দোকানিকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

সোনাদিয়া মার্কেট, ছালেহ সুপার মার্কেট, গোদনাইল ধনকুন্ডা এলাকার কিছু কাপড়ের মার্কেট ও ফার্নিচারের মার্কেট খোলা রাখায় তা বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোনাদিয়া মার্কেট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদককে দোকান বন্ধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং লকডাউনের মধ্যে দোকান না খোলার জন্য নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়