২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:৩১, ১৭ এপ্রিল ২০২১

লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত

লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত

প্রেস নারায়ণগঞ্জ: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নারায়ণগঞ্জে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা জাহান।

শনিবার (১৭ এপ্রিল) দিনব্যাপী অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায়সহ সকলকে সচেতন করেন মাহমুদা জাহান।

অভিযানে শহরের চাষাড়া, খানপুর, কালিরবাজার, আমলাপাড়া, ফলপট্টি, দিগুবাবুর বাজারে মাস্ক ব্যবহার না করা, সামাজিক দুরত্ব মেনে না চলা, নিত্যপণ্যের বাইরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ঠিক রাখতে ৬ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এইসময় তাদেরকে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা জাহান বলেন, জনসাধারণকে লকডাউনকালে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা না করতে এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে নির্দেশনা দেয়া হয়েছে। একইসাথে জনস্বার্থ ও জনস্বাস্থ্যের বিষয় বিবেচনা করে নারায়ণগঞ্জে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়