২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৩:৫১, ৪ মার্চ ২০১৮

লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সাপ ও বানরের দল!

লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সাপ ও বানরের দল!

প্রেস নারায়ণগঞ্জ ডটকম: নাইজেরিয়ায় দুর্নীতি ঢাকতে জীব-জন্তুদের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়া হচ্ছে যা সামাজিক মাধ্যমে তামাশার বিষয় হয়ে উঠেছে। গত ফেব্রুয়ারি মাসেই এক কেরানিকে চাকরিচ্যুত করা হয়।

কারণ সেই নারী কর্মী দাবি করেছিলেন, একটি সাপ ৩৬ মিলিয়ন নায়রা (১ লাখ মার্কিন ডলার) গিলে ফেলেছে! ওই নারী নাইজেরিয়ার পরীক্ষা বোর্ড অফিসে কাজ করতেন যারা পরীক্ষার ফি সংগ্রহ করে। নির্ধারিত শুনানির পর তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়া হয়। 


নাইজেরিয়ায় সাপ ও বানরের নামে টুইটারে খোলা অ্যাকাউন্টে প্রশাসনকে ব্যঙ্গ করে প্রায়ই পোস্ট দেয়া হয়

ওই ঘটনার কয়েক সপ্তাহ পরেই ঠাট্টার পাত্র হয়ে উঠেন দেশটির এক সিনেটর। তিনি দাবি করেছিলেন, ৭০ মিলিয়ন নায়রা (১ লাখ ৯৬ হাজার ৬০০ মার্কিন ডলার) বানরের দল চুরি করেছে। ওই সিনেটর তার এক সহকর্মীকে সমর্থন করতে ওই দাবিটি করেন। কিন্তু বানরেরা ওই টাকা দিয়ে কী করেছে সে উত্তর পাওয়া যায়নি।

 

অনলাইন ডেস্ক

সর্বশেষ

জনপ্রিয়