১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৮:২৬, ২২ ফেব্রুয়ারি ২০২১

লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

প্রেস নারায়ণগঞ্জ: বিশ্ব মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারী উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত শহরের দেওভোগ পাক্কা রোড এলাকায় শেখ রাসেল নগর পার্কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের সদস্য, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক লায়ন ডা. রত্না রহমান ১১০ জন রোগীকে চিকিৎসা প্রদান করেন।

স্বাস্থ্যসেবা কর্মসূচীতে রোগীদের ডায়াবেটিকস, ব্লাড প্রেশার চেকআপ সহ বিভিন্ন চিকিৎসা সেবা দেয়া হয়। অনুষ্ঠানে মাস্কও বিতরণ করা হয়।

এইসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের প্রেসিডেন্ট লায়ন আশরাফুজ্জামান হিরা শিকো, সেক্রেটারী লায়ন হাবিবুর রহমান মুরাদ, লায়ন আরেফিন রনি, লায়ন মাসুদুর রহমান, লায়ন শাওন সাকি, লায়ন রাহেলা সিদ্দিক কনা, লায়ন সুমন গোপ, লায়ন হাসান উল রাকিব।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়