২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:০১, ২১ আগস্ট ২০২০

আপডেট: ২১:১১, ২১ আগস্ট ২০২০

লায়ন্স ক্লাবের ভার্চুয়াল ট্রেনিং অনুষ্ঠিত

লায়ন্স ক্লাবের ভার্চুয়াল ট্রেনিং অনুষ্ঠিত

প্রেস নারায়ণগঞ্জ: লায়ন্স ক্লাব জেলা ৩১৫ এ ২ আয়োজনে প্রেসিডেন্টশিপ ও লিডারশিপ স্কুলিং ভার্চুয়াল ট্রেনিং অনুষ্ঠত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৮ টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত প্রানবন্ত এ ভার্চুয়াল ট্রেনিং অনুষ্ঠিত হয়। এ ভার্চুয়াল ট্রেনিং অনুষ্ঠানে ১৩০জন লায়ন সরাসরি অংশগ্রহন করেন।

এ সময় আয়োজনে যুক্ত ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন ক্লাবস ও কনভেনশন ট্রেজারার ও লায়ন্স ক্লাব অব নিট কনসার্নের ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন শামসুন্নাহার পি এম জে এফ, বর্তমান প্রেসিডেন্ট লায়ন জাহাঙ্গীর হোসেন মোল্লা এম জে এফ নিজ, ক্লাবের সেক্রেটারি ট্রেজারার ও কয়েকজন পরিচালক সহ লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের প্রেসিডেন্ট লায়ন আশরাফুুুুজ্জামান হীরা শিখো সেক্রেটারি ট্রেজারারসহ কয়েকজন পরিচালক একসাথে বসে ভার্চুয়াল এ অনুষ্ঠানে অংশ গ্রহন করে।

এসময় আরো উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপার্সন (ক্লাবস) মোস্তাফিজুর রহমান ও জোন চেয়ারপার্সন (ক্লাবস) লায়ন মোহাম্মদ নিজামুল হক। ভার্চুয়াল এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন লায়ন শংকর কুমার রায় মনা।

এ অনুষ্ঠানের কি নোট স্পিকার লায়ন দেবদাস সাহা একজন আদর্শ প্রেসিডেন্টশিপের উপর শিক্ষণীয় প্রশিক্ষণ প্রদান করেন, পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান লিডারশিপের উপর শিক্ষণীয় প্রশিক্ষণ দেন। পরে লায়ন পারভেজ রানা প্রশ্ন-উত্তর পরিচালনা করেন। এ সময় ১৩০ জন অংশগ্রহণকারীদের মধ্যে সেরা প্রশ্নকারী হিসেবে বিজয়ী হন লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের প্রেসিডেন্ট আশরাফুজ্জামান হিরা শিখো।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়