২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:০২, ১ ডিসেম্বর ২০২১

আপডেট: ২০:০৩, ১ ডিসেম্বর ২০২১

শতবাধা নারীদের আটকে রাখতে পারবে না: আইভী

শতবাধা নারীদের আটকে রাখতে পারবে না: আইভী

প্রেস নারায়ণগঞ্জ: নারীদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘অত্যন্ত আত্মপ্রত্যয়ী হয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। আমি নারী, এই কথা ভুলে যান। জন্মগতভাবেই নারীরা যোদ্ধা। নেগেটিভ কথা শুনেই এগিয়ে যেতে হবে। নেগেটিভের মাঝেই পজেটিভ খুঁজতে হবে। শত বাঁধা নারীদের আটকে রাখতে পারবে না। এই মনোবল নিয়ে যে এগিয়ে যাবে সেই হবে সফল, সেই হবে বিজয়ী।’

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় দেওভোগের শেখ রাসেল পার্কে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এর আগে তিনি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। বিভিন্ন উদ্যোক্তাদের সাথে তাদের পণ্যসামগ্রী নিয়ে কথা বলেন।

মেয়র আইভী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা নারী বান্ধব একজন নেত্রী। তিনি নারীদের এগিয়ে দিতে অনেক বেশি পছন্দ করেন। সব সেক্টরেই তিনি নারীদের এগিয়ে দিচ্ছেন। ই-কমার্সের কথা গত ৫-১০ বছর আগেও চিন্তা করা যায়নি। বিশ্বায়নের যুগে স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাচ্ছি। ২০৪১ সালের ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছি। এই সব কিন্তু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। উনি যেভাবে নারীদের এগিয়ে দিচ্ছেন, উদ্যোক্তা বানাচ্ছেন, সহযোগিতা করছেন, আমরা আশা করি উনি আরও বেশি সহযোগিতা করবেন। এই কাজের সাথে নিয়োজিত সকলেই সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। আমি নিজে সবসময় আপনাদের পাশে থাকবো।’

তিনি আরও বলেন, ‘নারীরা অনেক বেশি কাজ করে। ঘর সামলাতে হয়, স্বামী দেখতে হয়, বাচ্চা দেখতে হয় তারপর আবার বাহিরের কাজ সামলাতে হয়। নারী মা হিসেবে, বোন হিসেবে যেমন শ্রেষ্ঠ তেমন স্ত্রী হিসেবেও তারা অতুলনীয়। সব গুণে গুণান্বিত একজন নারী চাইলেই অনেক কিছু করতে পারে। সমাজের সকল বাধা ভেঙে-চুরে অতিক্রম করে এগিয়ে যেতে হবে।’
সিটি মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়