১৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২২:১৩, ৪ ডিসেম্বর ২০২০

শনিবার তারকনাথ ধামে রক্ষাকালী পূজা

শনিবার তারকনাথ ধামে রক্ষাকালী পূজা

প্রেস নারায়ণগঞ্জ: আগামী শনিবার নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়ায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী পূজা অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে নতুন পালপাড়ায় শ্রী শ্রী তারকনাথ ধামে প্রতিষ্ঠাবার্ষিকী পূজা উপলক্ষে পুরান প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উৎসব উদযাপন শুরু হয়। পরে রাত সাড়ে ৯টায় অধিবাসের মধ্যে দিয়ে পূজা অর্চনা শুরু হয়।

পূজা আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়ক তারকনাথ দাস আমন্ত্রণ বার্তায় জানান, ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় পুরান মায়ের শুভ বিজয়া (প্রতিমা বিসর্জন) ও সাড়ে ৯টায় মায়ের অধিবাস পূজা। পরদিন ৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় শ্রী শ্রী তারকনাথের পূজা, সন্ধ্যা সাড়ে ৬টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ৯টায় রক্ষা কালী পূজা শুরু হবে। পূজান্তে প্রসাদ বিতরণ করা হবে।’

তিনি বলেন, ‘সর্বমঙ্গঁল মঙ্গঁল্যে শিবে সর্বার্থ সাধিকে! শরন্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহস্তুতেঃ সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনি, গুনাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোহস্তুতেঃ’ এ মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে যারা রক্ষা কালী মায়ের চরণে পুষ্পাঞ্জলী নিবেদন করতে চায় সবাইকে আমন্ত্রণ। এছাড়াও পূজা অনুষ্ঠানের সময় সূচী অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সহৃদয়ে উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়