২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১২:১০, ১৭ এপ্রিল ২০২০

শহরে ক‌রোনায় আরও একজ‌নের মৃত্যু, মোট ১৯

শহরে ক‌রোনায় আরও একজ‌নের মৃত্যু, মোট ১৯

প্রেস নারায়ণগঞ্জে: নারায়ণগ‌ঞ্জে ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে আরও এক ব্যক্তি মারা গে‌ছেন। মৃতের নাম হ‌রিদাস সরকার (৫৬)। তি‌নি সি‌টি কর‌পো‌রশেনের ১৪নং ওয়া‌র্ডের দেও‌ভোগ আখড়া দি‌ঘিরপাড় এলাকার বা‌সিন্দা ছি‌লেন।

বৃহস্প‌তিবার (১৬ এপ্রিল) সকা‌লে তি‌নি মারা যান। ১৪নং ওয়া‌র্ডে এ নি‌য়ে ক‌রোনা আক্রান্ত হ‌য়ে দুজ‌নের মৃত্যু হ‌লো। এর আ‌গে চিত্ত রঞ্জন ঘোষ না‌মে এক ব্যক্তি ক‌রোনায় মারা যান।

জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানায়, সি‌টি এলাকার সব‌চে‌য়ে বে‌শি ক‌রোনা রোগী ১৪নং ওয়া‌র্ড এলাকায়।

হ‌রিদাস সরকা‌রের ছোট ছে‌লে আ‌শিক সরকার ব‌লেন, গত মঙ্গলবার বাসা থে‌কে বাবার ক‌রোনা নমুনা নেওয়া হয়। তারপর থে‌কে তি‌নি স্বাস্থ্য কর্মকর্তা‌দের পরাম‌র্শে বাসায় আই‌শো‌লেশ‌নে ছি‌লেন। গতকাল বৃহস্প‌তিবার সকা‌লে বাবা বে‌শি অসুস্থ হ‌য়ে প‌ড়ে। প‌রে কোন এ্যাম্বুলেন্স না পে‌য়ে তা‌কে রিকশায় ক‌রে খানপু‌রে ৩০০ শয্যা হাসপাতা‌লে নি‌লে ডাক্তার তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। তার মর‌দেহ বাসায় না এ‌নে সরাস‌রি মাসদাইর শশ্মা‌নে নি‌য়ে সৎকার ক‌রি। রাত সা‌ড়ে ৮টার দি‌কে আইই‌সি‌ডিআর থে‌কে আমা‌দের ফোন দি‌য়ে জানায়, আমার বাবার ক‌রোনা রি‌পোর্ট প‌জে‌টিভ এ‌সে‌ছে।

তি‌নি আরও ব‌লেন, আমার বাবা মৃত্যু পূর্ব পর্যন্ত অসুস্থ অবস্থায় আমা‌দের সা‌থে ছি‌লেন। বাবা মারা যাওয়ার পর আমা‌দের কারও নমুনা নেওয়া হয়‌নি। স্বাস্থ্য বিভাগ থে‌কে আমা‌দের বলা হ‌য়ে‌ছে ক‌রোনা লক্ষণ থাক‌লেই কেবল স্যাম্পল নেওয়া যা‌বে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়