২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:০৭, ২১ জানুয়ারি ২০২১

শহিদ এনামুল স্মরণে শ্রমিক সমাবেশ

শহিদ এনামুল স্মরণে শ্রমিক সমাবেশ

প্রেস নারায়ণগঞ্জ: ২০১১ সালে এসিআই কারখানায় শ্রমিক আন্দোলনে নিহত শ্রমিক শহিদ এনামুল স্মরণে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি আব্দুল হাই শরীফ, জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতা রবিউল এইচ চৌধুরী, বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, গার্মেন্টস শ্রমিক সংহতির জেলা সভাপতি অঞ্জন দাস, শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা বিমল কান্তি দাস, শহিদুল আলম নান্নু, হুমায়ুন কবীর, ইকবাল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এসিআই ঔষধ কারখানার শ্রমিকদের ৬ দফা দাবি আদায়ের আন্দোলন করতে গিয়ে ২০১১ সালের ২৩ জানুয়ারি পুলিশের গুলিতে শহিদ হন শ্রমিক এনামুল হক। এরপর মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকারী নেতাদের বিরুদ্ধে জেল জুলুম, হামলা ও নানাবিধ নির্যাতন চালানো হয়। বেশির ভাগ নেতাদের চাকরিচ্যুত করা হয়। গু-া লেলিয়ে এলাকা ত্যাগ করতে বাধ্য করা হয়। এনামুলের জীবনের বিনিময়ে শ্রমিকদের আংশিক মজুরি বৃদ্ধি হলেও ৬ দফার সেই আন্দোলন আজও পরিপূর্ণভাবে সফল হয়নি।

বক্তারা আরও বলেন, করোনা মহামারির মধ্যে ব্যাপক শ্রমিক ছাঁটা চলছে। লে-অফ করে শ্রমিকের মজুরি কেটে নেয়া হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ব্যাপক বেড়েছে। অথচ শ্রমিক চাকরি হারাচ্ছে, বেতন কমানো হচ্ছে। এ সময় বাজার দরের সাথে সঙ্গতি রেখে শ্রমিকের মজুরি বৃদ্ধি, মহার্ঘ ভাতা প্রদান, শ্রম আইনের ২৩, ২৬, ২৭ ধারাসহ সকল অগণতান্ত্রিক ধারা বাতিল, ছাঁটাই-নির্যাতন বন্ধ, নিয়োগপত্র, পরিচয়পত্রসহ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়