২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২০:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২০:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২১

শহীদ প্রীতিলতার মৃত্যু বার্ষিকীতে ছাত্রমৈত্রীর শ্রদ্ধা

শহীদ প্রীতিলতার মৃত্যু বার্ষিকীতে ছাত্রমৈত্রীর শ্রদ্ধা

প্রেস নারায়ণগঞ্জ: শহীদ বীরকন্যা প্রীতিলতার ৮৯ তম মৃত্যু বার্ষিকীতে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রমৈত্রী জেলা কমিটি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) শহীদ প্রীতিলতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রমৈত্রী জেলার সভাপতি জেসমিন আক্তারের সভাপতিত্ত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জয়িতা রহমান, সংগঠনের সদস্য নদী, পলাশ, মেহেদী প্রমুখ।

বক্তারা বলেন, `আজকের এই পুঁজিবাদি সমাজের অবক্ষয়ের যুগে ছেলে-মেয়েদের রক্ষার জন্য ও তাদের সংস্কৃতির মানকে উন্নত রুচিসম্মত মানুষিকতা গড়ে তুলতে হলে প্রীতিলতার মতো সংগ্রামী বিপ্লবীদের জীবন থেকে শিক্ষা নেওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর বিপ্লবী এই জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে নারী - পুরুষ সমতালে আন্দোলন করে সমাজের ইতিহাস ঐতিহ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে এবং আজও তার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি।`

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়