২৮ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৯:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ১৮:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০২০

শামীম-আইভী চিনি না, দল বুঝি: খোকন সাহা

শামীম-আইভী চিনি না, দল বুঝি: খোকন সাহা

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবং অ্যাড. খোকন সাহা দু’জনেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা। মেয়র আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি অন্যদিকে অ্যাড. খোকন সাহা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে দলীয় নেত্রী ও সিটি মেয়র আইভীর কর্মকান্ডে আক্ষেপ রয়েছে জানালেন অ্যাড. খোকন সাহা। কেবল আক্ষেপই নয় রয়েছে ক্ষোভও। সম্প্রতি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে টানা দুই যুগ পূর্তি উপলক্ষে প্রেস নারায়ণগঞ্জকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন খোকন সাহা।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথমবার পৌর নির্বাচনে মেয়র আইভীকে জয়যুক্ত করার জন্য যা যা করার দরকার সবকিছু করলাম। আজকে অনেকে অনেক কথা বলেন। গাড়িতে ফ্ল্যাগ নিয়ে চলেন। আমি প্রতিদান পেতে কিছু করি না। কিন্তু সেই পৌরসভা নির্বাচনে আমি তার জন্য মারাত্মকভাবে কাজ করেছি। আমি যা করছি দলের জন্য করছি। ব্যক্তিগত কোন কিছুর জন্য না। দলের জন্য, নারায়ণগঞ্জের নেতাকর্মীদের জন্য এটা জরুরি ছিল।’

তিনি আরও বলেন, ‘২০১১ সালে শামীম ওসমান আওয়ামী লীগের মনোনয়নে সিটি কর্পোরেশন নির্বাচনে দাড়াইলো। আমি তার পক্ষেই কাজ করলাম। স্বতন্ত্র প্রার্থী আইভী জয়ী হলো। ২০১৬ সালে দলীয় প্রার্থী আইভীকে পাশ করাইতে আর্থিক, সামাজিকভাবে সবকিছু করছি। দলের কাজ করতে হইবো। এই বিষয়টা আমার মধ্যে কাজ করছে। আমি শামীম ওসমান, আইভী চিনি না। দলের জন্য কাজ করতে হইবো। এটাই কেবল বুঝি।’
আক্ষেপ করে খোকন সাহা বলেন, ‘দুঃখের বিষয় হচ্ছে, এই পর্যন্ত একটা ধন্যবাদও পাই নাই। কত দুর্ভাগা মহানগরের সেক্রেটারি! ন্যূনতম সৌজন্যবোধও তো থাকে মানুষের। এইটা আমার ক্ষোভ, আক্ষেপ। মেয়র ক্ষুব্দ হতে পারে। কিন্তু তাতে আমার যায় আসে না। মেয়র ক্ষুব্দ আবার শামীম ওসমান খুশি হইলে আমার কিছু যায় আসে না।’

তিনি আরও বলেন, ‘আইভী নির্বাচিত হওয়ার পর মানুষের আশা আকাঙ্খা পূরণ হয় নাই। আওয়ামী লীগ আমারে বহিষ্কার করলে করবে কিন্তু এটাই সত্য। গোদনাইলের একটা রাস্তা করার ব্যাপারে শামীম ওসমানকে বললাম। সে বললো, রাস্তা করার ক্ষমতা আমার নাই। আমার ফান্ড আছে কিন্তু এর জন্য আইভীর কাছ থেকে ডিও লেটার লাগবে। কিন্তু দেখলাম যে, হবে না। আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের সিদ্ধান্তের বাইরে কিছু করি নাই।’

১৯৭৫ সালে ছাত্রলীগে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে রাজনীতিতে আসেন খোকন সাহা। পেশাগত জীবনে আইনজীবী অ্যাড. খোকন সাহা দীর্ঘ সময় পার করেছেন আওয়ামী লীগের রাজনীতিতে। তিন মেয়াদে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পার করছেন দুই যুগ। বাংলাদেশের একমাত্র ব্যক্তি হিসেবে একই পদে দুই যুগ সময় পার করছেন দাবি করেছেন অ্যাড. খোকন সাহা। রাজনৈতিক জীবনে চাওয়া-পাওয়ার হিসেব কষতে গেলে এই প্রাপ্তিই তার কাছে সবচেয়ে ‘সুখকর’ মন্তব্য খোদ খোকন সাহার। প্রেস নারায়ণগঞ্জকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের খুটিনাটি তুলে ধরেন। এই সাক্ষাৎকারে রাজনীতির শুরু থেকে নানা চড়াই-উৎরাই, অর্জন-আক্ষেপ নিয়ে কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারটি পড়তে এই লিঙ্কে ক্লিক করুন: দুই যুগে সেক্রেটারি খোকন সাহা ‘শেখ হাসিনার বাইরে আমি কিছু না’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়