২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:১৮, ৩ জানুয়ারি ২০২১

আপডেট: ১৫:৪৫, ৪ জানুয়ারি ২০২১

শামীম ওসমানের ৯ জানুয়ারির সমাবেশ স্থগিত

শামীম ওসমানের ৯ জানুয়ারির সমাবেশ স্থগিত

প্রেস নারায়ণগঞ্জ: আগামী ৯ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরে ডাকা সাংসদ শামীম ওসমানের জনসমাবেশ স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এই সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। গত ২৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জে এক কর্মীসভায় বিশাল এক জনসমাবেশ করার ঘোষণা দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।

জনসমাবেশ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠজন ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল। তিনি প্রেস নারায়ণগঞ্জকে বলেন, ‘সারাবিশ্বেই করোনার সেকেন্ড ওয়েভের কথা বলা হচ্ছে। নারায়ণগঞ্জে করোনার প্রকোপ কমে গেলেও রিস্ক আছে। স্বাস্থ্যগত বিষয়ের উপর নজর দিয়ে এইটা স্থগিত করা হয়েছে।’

এর আগে রোববার (৩ জানুয়ারি) চাষাঢ়ায় রাইফেলস্ ক্লাবে জেলা ও মহানগর আওয়ামী লীগের অনুসারী নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন সাংসদ শামীম ওসমান। বিকেলে শুরু হওয়া ওই বৈঠক শেষ হয় সন্ধ্যায়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশীদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা বলেন, ‘ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দরের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বসছিলেন এমপি শামীম ওসমান। করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী ৯ জানুয়ারির জনসমাবেশ আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে দেশকে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়