২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৫৪, ১২ অক্টোবর ২০২১

আপডেট: ২১:৫৪, ১২ অক্টোবর ২০২১

শীতলক্ষ্যা নদী খনন ও প্রশস্তকরণ উপলক্ষে দোয়া

শীতলক্ষ্যা নদী খনন ও প্রশস্তকরণ উপলক্ষে দোয়া

প্রেস নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক নদীর ভরাট অংশ খনন ও প্রশস্থকরণ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১২টায় বন্দর উপজেলার মদনগঞ্জ লঞ্চঘাটে এ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম.এ রশীদ, ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারি যুগ্ম পরিচালক মাসুদ কালাম, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা, নাসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, ব্যবসায়ী চাঁন মিয়াসহ স্থানীয়রা।

এম.এ রশীদ বলেন, `শীতলক্ষ্যা নদী ভরাট হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ নদী খনন কাজের উদ্যোগ গ্রহন করেছে। নদীটি খনন কাজ সম্পর্ন হয়ে গেলে নৌ চালাচলের ব্যবস্থা আরো সুগম হবে বলে আমি বিশ্বাস করি।`

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়