১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ০১:০৫, ১৫ অক্টোবর ২০২২

আপডেট: ০১:০৭, ১৫ অক্টোবর ২০২২

শীতলক্ষ্যায় নৌকা ডুবে ৩ যাত্রীর মৃত্যু

শীতলক্ষ্যায় নৌকা ডুবে ৩ যাত্রীর মৃত্যু

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় তিন যাত্রীর মৃত্যু হয়েছে৷ শুক্রবার (১৪ অক্টোবর) রাত পৌনে দশটার দিকে শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে বলে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান৷

ওসি বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন তিন যাত্রী৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রথমে দু’জন এবং পরে একজনের মরদেহ উদ্ধার করে৷

নৌকাডুবির ঘটনায় মারা গেছেন মো. শাওন (১৪) ও মো. শাহ্ পরান (১৫) এবং মো. রিফাত (২১)৷

প্রত্যক্ষদর্শীরা জানান, বারো-তেরোজন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি নবীগঞ্জ ঘাট ছেড়ে হাজীগঞ্জের দিকে আসছিল৷ মাঝনদীতে নৌকাটি ডুবে যায়৷

নৌকার চালক বন্দরের নবীগঞ্জ এলাকার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘যাত্রীরা সব বন্ধুবান্ধব ছিল৷ সবগুলায় একসাথে নৌকার সামনের দিকে ভর করে ছিল৷ মাঝনদীতে নৌকাটি সামনে দিক দিয়ে ডুবে যায়৷ বাকিরা সাঁতরে উঠলেও তিনজন নিখোঁজ ছিলেন৷ পরে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল৷’

নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জানান  বলেন, ‘নৌকাটি বন্দরের নবীগঞ্জ ঘাট থেকে শহরের হাজীগঞ্জের ঘাটের দিকে যাচ্ছিল৷ ঘাটের লোকজন বলছেন, নৌকাটির ধাক্কা লেগেছিল ফেরির সাথে৷ বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে৷’

এদিকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধারের পর উদ্ধার অভিযান শেষ করার কথা জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মেদ৷ তিনি বলেন, ‘নৌকাডুবির ঘটনায় ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথমে দু’জনের এবং পরে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়৷ আর কারও নিখোঁজের তথ্য না থাকায় রাত সাড়ে বারোটার দিকে অভিযান শেষ করা হয়েছে৷’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়