২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:০৫, ১৭ অক্টোবর ২০২১

আপডেট: ২১:৪১, ১৭ অক্টোবর ২০২১

শেখ রাসেল দিবসে মেয়র আইভীর যত আয়োজন

শেখ রাসেল দিবসে মেয়র আইভীর যত আয়োজন

প্রেস নারায়ণগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বই বিতরণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। সোমবার (১৮ অক্টোবর) নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে এসব কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় নগরীর দেওভোগে অবস্থিত শেখ রাসেল নগরপার্কে শেখ রাসেলের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করবেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। পরে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি। শেখ রাসেল পার্কে চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। একই সাথে বাঙালির ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন রাখা হয়েছে। বেলা ১২টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণীপর্ব অনুষ্ঠিত হবে। এই সময় শেখ রাসেল দিবস উপলক্ষে শিশু-কিশোরীর মাঝে বই বিতরণ করা হবে। বিকেলে বাইতুল ইজ্জত জামে মসজিদে বিকেলে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়