২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:১১, ২৭ নভেম্বর ২০২২

আপডেট: ২১:১৩, ২৭ নভেম্বর ২০২২

শেখ হাসিনা, শেখ রেহানার নির্দেশ শুনিনি: শামীম ওসমান

শেখ হাসিনা, শেখ রেহানার নির্দেশ শুনিনি: শামীম ওসমান

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘অনেকে আমার সম্পর্কে অনেক কথা বলেন, আমার দলের অনেকেও বলে। চলে গেছিলেন, হ্যান করেছেন, ত্যান করেছেন। আমি যাইনি, আমি পঙ্গু ছিলাম। আমি ওয়ান মাস্টার ডগ। আমার নেত্রী ছাড়া কারো শুনি না। আমার নেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা আমাকে নির্দেশ দিয়েছিলেন, আমি শুনিনি। এরপর আমার স্ত্রীকে বলেছিলেন, যদি ও আমাদের একটা কথা শোনে, তাহলে ওকে বলো, দেশ ছাড়তে। এখন এই মুহুর্তে।’

রোববার (২৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জামাত-শিবির, সন্ত্রাসীদের হাতে মরে কোনো লাভ নেই। কারণ মৃত্যু হলে কোনো লাভ হয় না। আমরা মরতে সৃষ্টি হয়নি মারতে সৃষ্টি হয়েছি। সেই মারটা অস্ত্রের মাধ্যমে নয়, জনগণের ভালোবাসা নিয়ে মোকাবেলা করেছি৷’

এমপি বলেন, ‘অনেক খুনিদের আস্ফলন দেখছি। যারা নারায়ণগঞ্জে বড় নেতা হওয়ার পরে নারায়ণগঞ্জে খুনের রাজত্ব সৃষ্টি করেছেল। খুনের রাজত্বে আমাদের দলের নেতাদের বাদ দেন, বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের ছোট ভাই সাব্বিরকে পর্যন্ত হত্যা করা হয়েছিল। সে মাদকের বিরুদ্ধে কথা বলেছিল। দিনে-দুপুরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এমন একজন না বহু মানুষকে হত্যা করেছে। আমরা ক্ষমতায় ফেরার পর কাউকে কিছু করিনি। হামলা-মামলা করিনি।’

বিএনপির উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, একটা কথা মনে রাইখেন আপনারা ক্ষমতায় আসবেন না। ক্ষমতার কাছেও আসতে পারবেন না। আপনারা আপনাদের লন্ডনে পলাতক নেতার নির্দেশে লাফাচ্ছেন। লাফান, কোনো সমস্যা নাই।’

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান চন্দন শীলের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা ও পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, বন্দর উপজেলা চেয়ারম্যান এমএ রশিদ, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়