২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৮:৩৪, ৭ জানুয়ারি ২০২২

আপডেট: ২১:২৫, ৭ জানুয়ারি ২০২২

শেখ হাসিনার নৌকায় এমপি হইছেন, আগামীতে পাবেন না: নানক

শেখ হাসিনার নৌকায় এমপি হইছেন, আগামীতে পাবেন না: নানক

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের এক সংসদ সদস্যকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছিলেন বলে এমপি হইছিলেন। আর সেই শেখ হাসিনার প্রার্থীর বিরোধীতা করছেন। জীবিত থাকতে আগামীতে নৌকা পেতে দিবো না।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডে বন্দরের কবিলের মোড় এলাকায় নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

নানক বলেন, ‘কেউ কোনো ষড়যন্ত্র করে রেহাই পাবেন না। জাতীয় পার্টির বন্ধুদের এই নারায়ণগঞ্জে এক ভিন্ন চরিত্র ভিন্ন চেহারা।’ তিনি নারায়ণগঞ্জের এক সাংসদকে উদ্দেশ্যে করে বলেন, ‘মনে রাখবেন নৌকা মার্কা শেখ হাসিনা দিছে দেইখা আপনি এমপি হইছিলেন। কি বুঝাতে পারছি? আকার ইঙ্গিতে বুঝাতে পারছি কি কইতে চাই? শেখ হাসিনা প্রার্থী দিয়েছেন আর শেখ হাসিনার সেই প্রার্থীর বিরুদ্ধে বিরোধীতা করছেন। আগামীতে নৌকা পাবেন না। আমরা জীবিত থাকতে আগামী নির্বাচনে আর নৌকা তাকে পেতে দিবো না।’

তিনি আরও বলেন, ‘আগামী ১৬ জানুয়ারি আপনারা নির্ধারণ করবেন আপনাদের ভাগ্য। পবিত্র আমানত আপনাদের হাতে। এই ভোটের আমানতই আগামী ৫ বছর কেমন যাবে তা নির্ধারণ হবে। জননেত্রী শেখ হাসিনা আপনাদের সালাম ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, মেয়র আইভী উন্নয়ন করেছে, আমার আইভীকে নির্বাচিত করলে এই উন্নয়ন অব্যাহত থাকবে। এই উন্নয়ন আরো গতির সঞ্চার করা হবে।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘সেলিনা হায়াৎ আইভী এই নারায়ণগঞ্জে উড়ে এসে জুড়ে বসে নাই। তারা বাবা চুনকা ভাই বাংলাদেশের আওয়ামী লীগকে এই নারায়ণগঞ্জে সংগঠিত রেখেছেন। বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে তিনি দিনরাত পরিশ্রম করেছেন। সেই চুনকা ভাইয়ের মেয়ে আইভী। গত দুইবার মেয়র হিসেবে তাকে নির্বাচিত করেছিলেন আপনারা। আপনারা আপনাদের পবিত্র আমানত খেয়ানত করেননি। তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আপনাদের বিশ্বাসের সাথে বিশ্বাস ঘাতকতা সেলিনা হায়াৎ আইভী করে নাই। এই বন্দরকে উন্নত করেছে সেলিনা হায়াৎ আইভী। সেই আইভী আপনাদের কাছে ভোট চাইতে পারে না? সে ভোট ভিক্ষা চাইলে আপনারা কি তাকে ফিরিয়ে দিবেন? সেলিনা হায়ৎ আইভীকে শেখ হাসিনা যে স্নেহ, যে মায়া করেন সন্তানের মতো। আমি বিশ্বাস করি আইভী উন্নয়নের জন্য যা চাইবে শেখ হাসিনা দিয়ে দিবে।’

তিনি বলেন, ‘নির্বাচন আসলে এই নারায়ণগঞ্জে বিভিন্ন ধরনের কথা-বার্তা আসে। আজকের বিশাল জনসভা প্রমাণ করে দিয়েছে কোনো হুমকি-ধমকি, কোনো মিথ্যাচারের কাছে এই বন্দরের মানুষেরা হার মানবে না। পরাজিত হবে না। বিজয় হবেই হবে ইনশাল্লাহ।’

সিটি নির্বাচনে লক্ষাধিক ভোটে আইভী বিজয়ী হবেন উল্লেখ করে নানক বলেন, ‘অনেকে অনেক কথা বলে। কেউ তো বলতে পারবেন না সেলিনা হায়াৎ আইভী একজন দুর্নীতিবাজ। তিনি সৎ হৃদয়ের ব্যক্তি। সেই হিসেবে তাকে বিপুল ভোটে জয়ী করার দায়িত্ব আপনাদের। যারা কুৎসা রটনা করে, যারা বিভিন্ন ধরনের বক্তব্য দেয় তাদের বলি, মনে রাখবেন, কোরআনে বলা আছে, আল্লাহ ইজ্জত দেনেওয়ালা। আল্লাহ ইজ্জত দেয়ার মালিক।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগরের জিএম আরাফাত, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়