২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৭:৫০, ১ মে ২০২২

আপডেট: ১৭:৫১, ১ মে ২০২২

শ্রমিক জাগরণ মঞ্চের লাল পতাকা মিছিল

শ্রমিক জাগরণ মঞ্চের লাল পতাকা মিছিল

প্রেস নারায়ণগঞ্জ: মহান মে দিবস উপলক্ষে লাল পতাকা মিছিল করেছে শ্রমিক জাগরণ মঞ্চ৷ রোববার (১ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রামকৃষ্ণ মিশনের সামনে মিছিল ও সমাবেশ করে সংগঠনটির নেতা-কর্মীরা৷

সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক জাহাঙ্গীর আলম গোলক৷ তিনি বলেন, মে দিবসের ইতিহাস মালিকদের দাসত্বের শৃংখল ভাঙার ইতিহাস। ৮ ঘন্টা কাজ ও ন্যায় সংগত মজুরির দাবিতে লড়াই সংগ্রাম গড়ে তোলার আর অধিকার আদায় করার ইতিহাস৷ অথচ অধিকার আমাদের দেশের শ্রমিকরা পেল না। ৩০ লক্ষ শহীদ প্রাণের বিনিময়ে এদেশ স্বাধীনতা পেলেও শ্রমিকরা এখনও দাসত্ব স্বীকার করেই বেঁচে-মরে আছে। জাতীয় ন্যূনতম মজুরি নাই। রেশন নাই, চিকিৎসা নাই৷ শ্রম আইন শ্রমিকের পক্ষে নাই পুরোপুরি মালিকের পক্ষে৷ কীভাবে শ্রমিক বাঁচবে? লড়াই সংগ্রাম ছাড়া শ্রমিকের বাঁচবার কোনোই পথ নাই৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়