২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:৩৬, ১ মার্চ ২০২১

শ্রমিক নেতা তাজুল ইসলাম স্মরণে সমাবেশ

শ্রমিক নেতা তাজুল ইসলাম স্মরণে সমাবেশ

প্রেস নারায়ণগঞ্জ: শ্রমিক নেতা তাজুল ইসলাম স্মরণে নারায়ণগঞ্জ জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় জাতীয় ন্যুনতম মজুরি ঘোষনা, শ্রম আইনের অগণতান্ত্রিক ধারাসমূহ বাতিল ও ট্রেড ইউনিয়ন অধিকার দেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

সোমবার (১ মার্চ) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন বিমল কান্তি দাস।

সংগঠনটির সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি এড. মন্টু ঘোষ, জেলা শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলার সভাপতি হাফিজুর রহমান, বিপ্লবী শ্রমিক সংহতির নেতা আবু হাসান টিপু, জেলা গার্মেন্টস শ্রমিক সংহতির আহ্বায়ক অঞ্জন দাস, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি আব্দুল হাই শরীফ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, বিপ্লবী শ্রমিক সংহতির নেতা রাশিদা বেগম প্রমুখ।

বক্তারা শহীদ তাজুলকে স্মরণ করে বলেন, আজ তাজুলের মত বলিষ্ট নেতৃত্ব শ্রমিক আন্দোলনে অত্যন্ত প্রয়োজন। বর্তমান সময়ে শ্রমিকদের অবস্থা খুবই দুর্বিসহ। শাসক ও মালিক শ্রেণী শ্রমিকদের অর্জিত আইনী অধিকার কেড়ে নিচ্ছে। একের পর এক শ্রমিক স্বার্থবিরোধী কালো আইন তৈরী করছে। কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা নেই। বাঁচার মতো মজুরী নেই। মিথ্যা মামলা ছাঁটাই, নির্যাতন করেই চলেছে। ট্রেড ইউনিয়ন অধিকার নেই। আন্দোলন হলেই সেখানে বর্বরোচিত আক্রমন ও হামলা হচ্ছে।

বক্তারা আরও বলেন, সকল শ্রমিকদের জন্য জাতীয় ন্যুনতম মজুরি ঘোষনা করতে হবে। শ্রম আইনের সকল অগণতান্ত্রিক ধারা বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করতে হবে। নিয়োগপত্র, পরিচয়পত্র ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।দালাল ও সুবিধাবাদী ট্রেড ইউনিয়নের বিপরীতে সকল বাম ও প্রগতিশীল শ্রমিক সংগঠন সমূহের ঐক্য একান্ত জরুরী হয়ে পড়েছে। সুবিধাবাদী ট্রেড ইউনিয়নের বিপরীতে বিপ্লবী ধারার ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে হবে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়