২৪ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:০৭, ২২ মে ২০২২

আপডেট: ২১:০৭, ২২ মে ২০২২

সরকারদলীয় এক নেতা খালি মাঠে গোল দিতে চায়: গিয়াস উদ্দিন

সরকারদলীয় এক নেতা খালি মাঠে গোল দিতে চায়: গিয়াস উদ্দিন

প্রেস নারায়ণগঞ্জ: ‘সরকারদলীয় এক নেতা খালি মাঠে গোল দিতে চায়’- বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, তারা নির্বাচনে যাদেরকে ভয় পায়, তারা যেন নির্বাচনে আসতে না পারে, দল থেকে যেন বহিষ্কৃত হয়, সে চেষ্টাই করছে। তারা আমাদের ঘরের ঐক্য নষ্ট করতে, বিএনপিকে বিভক্ত করতে, ক্ষতিগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের সাথে আমাদের দলের কিছু ব্যক্তি নিজ স্বার্থে, তাদের টোপ গিলেছে। যার কারণে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার দিকে না এসে ষড়যন্ত্রমূলক কাজের মধ্যে জড়িত হচ্ছে।

রোববার (২২ মে) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারি দলের পৃষ্ঠপোষকতায় নারায়ণগঞ্জ বিএনপির গুটি ক’জন দলকে দুর্বল করার ষড়যন্ত্র করছেন। যারা বিএনপিকে দুর্বল করতে মাইনাসের খেলা শুরু করেছেন, তাদের হুঁশিয়ারি উচ্চারণ করে দলের স্বার্থ বিবেচনায় এই পথ পরিহার করার আহ্বান জানান সাবেক এই সংসদ সদস্য।

জেলা বিএনপির সদস্যসচিব মামুন মাহমুদের ছুরিকাঘাতের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন গিয়াসউদ্দিন। তিনি বলেন, ‘এই ঘটনায় একজন সন্ত্রাসী ধরা পড়েছে, জবানবন্দিও দিয়েছে। তারপরও আমাদের কীভাবে ঘায়েল করা যায়, তাদের প্রতিপক্ষ করা, কীভাবে তাদের নির্মূল করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে। নির্বাচনের আগে তারা নির্বাচন করতে চায়।’

‘ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়’ মন্তব্য করে দলের মধ্যে থেকে যারা ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আপনার হীনমন্যতা পরিহার করুন। সরকারি দলের মানুষের পৃষ্ঠপোষকতা কিংবা উস্কানিতে দলের মধ্যে কোনো ষড়যন্ত্রকে ঠাঁই দিবেন না। দলের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবেন না।’

নেতাকর্মী বৃদ্ধি করা কঠিন, বাদ দেওয়া সহজ বলে মন্তব্য করে তিনি। দলকে সমৃদ্ধ, গতিশীল করার কথা জানিয়ে গিয়াসউদ্দিন ষড়যন্ত্রকারিদের শুভবুদ্ধির উদয় হবে বলে প্রত্যাশা করে তিনি বলেন, ‘দলে থেকে যারা আমাদের বিরুদ্ধে বলেন, আপনাদেরও কিন্তু বাদ দিয়ে আমরা চিন্তা করি না। সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা দলটা করতে চাই। যাতে বিএনপিকে কেউ দুর্বল করতে না পারে।’

সরকারি দলের ব্যক্তি বিশেষের হাতিয়ার হয়ে নিজের দলকে ক্ষতি করার চেষ্টা না করতে হুঁশিয়ারী দিয়ে গিয়াসউদ্দিন বলেন, ‘আত্মঘাতি কোনো খেলায় অংশগ্রহণ করবেন না। মামুন মাহমুদের ঘটনাটি নিন্দনীয়। ফতুল্লাতে বলেছি, যারা আমাদের সদস্য সচিবকে ছুরিবাঘাত করেছে, তাদের ঘৃণা জানাই। ন্যায় বিচার দাবি করেছিলাম। কিন্তু আপনারা কি করছেন! যারা ষড়যন্ত্রের মাধ্যমে এই কাজ করেছে তাদের স্বার্থ উদ্ধারে আপনিও যোগ হচ্ছেন। এতে করে দলের কত বড় ক্ষতি হচ্ছে, একবারও ভাবছেন না।’

সিদ্ধিরগঞ্জ মুক্তিযোদ্ধা নিবাসে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও সহযোগি সংগঠনের ব্যানারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গিয়াসউদ্দিন। প্রস্তুতিমূলক সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হালিম জুয়েল। প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, মহানগর শ্রমিকদলের আহবায়ক এস এম আসলাম, জেলা জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ডি এইচ বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ আলী, জেলা কৃষকদলের সহ-সভাপতি নূরুল ইসলাম, জেলা যুবদল নেতা সেলিম মাহমুদ, ৫নং ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, ১০ নং ওর্য়াড বিএনপি নেতা আনিস সিকদার, জামাল উদ্দিন প্রধান, জসিম, ৮ নং ওর্য়াড বিএনপি নেতা আব্দুল হাই, ২নং ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুবদল নেতা দুলাল হোসেন, যুবদল নেতা তৈয়ম হোসেন, শ্রমিকদল নেতা রফিকসহ প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়