২৩ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:০৮, ১৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২১:১১, ১৫ সেপ্টেম্বর ২০২১

সরকারি সহায়তার দাবিতে পাদুকা শ্রমিকদের বিক্ষোভ

সরকারি সহায়তার দাবিতে পাদুকা শ্রমিকদের বিক্ষোভ

প্রেস নারায়ণগঞ্জ: করোনাকালে ক্ষতিগ্রস্থ পাদুকা শ্রমিকদের সরকারি সহায়তার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পাদুকা শ্রমিক ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় পাদুকা শ্রমিক ফ্রন্টের সংগঠক ধনু চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, জেলা রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক এস এম কাদির, পাদুকা শ্রমিক বাদল বাদল চন্দ্র দাস, ভরত চন্দ্র দাস, বিদ্যা চন্দ্র দাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জুতা তৈরি, মেরামত, রং করার শ্রমিক পাদুকা শ্রমিক। সাধারণভাবে মানুষের সামনে এরা মুচি বলে পরিচিত। এরা সমাজে খুবই অবহেলা ও নিগ্রহের শিকার। করোনাকালে দেশে সবচেয়ে ক্ষতিগ্রস্থ শ্রমজীবী মানুষ। এসময়ে সরকার বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছে। কিন্তু পাদুকা শ্রমিকরা এক্ষেত্রেও অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। পাদুকা শ্রমিকরা সরকারি সহায়তা পায়নি। করোনাকালে ৭০ ভাগ মানুষের আয় কমেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়েছে। ফলে পরিবার পরিজন নিয়ে পাদুকা শ্রমিকরা দুঃসহ জীবনযাপন করছে। সরকার অনেক উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে, মাথাপিছু আয় বাড়ছে, প্রবৃদ্ধি বাড়ছে। কিন্তু তার সুফল শ্রমজীবী মানুষের কাছে পৌঁছুচ্ছে না। সরকার বড় বড় বাজেট ঘোষণা করে, কিন্তু শ্রমজীবী মানুষের রেশন, আবাসন, বিনামূল্যে চিকিৎসা, পেনসনের দাবি আজও উপেক্ষিত।

বক্তারা বলেন, পাদুকা শ্রমিকরা মানুষের গুরুত্বপূর্ণ সেবা দেন। কিন্তু তাদের ভাসমান অবস্থায় কাজ করতে হয়। তাদের কাজের জন্য কোন স্থায়ী ব্যবস্থা নেই, ন্যায্য মজুরির কোন নীতিমালাও নেই। বরং তাদের উপর চলে বিভিন্ন অত্যাচার নির্যাতন। আমরা পাদুকা শ্রমিকদের জন্য করোনাকালে সরকারি আর্থিক সহায়তা, আর্মি রেটে রেশন, আবাসন, বিনামূল্যে চিকিৎসা, পেনসন, ন্যায্য মজুরি, কাজের জন্য স্থায়ী ব্যবস্থা এবং তাদের উপর সকল রকম অত্যাচার নির্যাতন বন্ধের দাবি জানাই।

বক্তব্য শেষে চাষাড়া শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়