২৮ মার্চ ২০২৪

প্রকাশিত: ২১:০৭, ১২ জানুয়ারি ২০২১

সহকর্মীর ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর পাশে বন্দরের শিক্ষকরা

সহকর্মীর ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর পাশে বন্দরের শিক্ষকরা

প্রেস নারায়ণগঞ্জ: ক্যান্সারে আক্রান্ত বন্দর কাজী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন বন্দর থানার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুর ২টায় বন্দর উপজেলা শিক্ষা অফিসে কে ১ লাখ ৬৫ হাজার টাকার অর্থসহায়তা তুলে দেয়া হয়।

এ সময় শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষা অফিসার সোহাগ হোসেন বলেন, আমি আমার চাকুরী জীবনে বন্দরের শিক্ষকদের মত উদার মানসিকতা সম্পন্ন শিক্ষক কখনো দেখিনি। তারা তাদের সহকর্মীদের দূর্দিনে সব সময় পাশে থাকে। ইতিপূর্বেও শিক্ষকদের দু:সময়ে তারা ভূমিকা রেখেছে। একজন শিক্ষক আরেকজন শিক্ষকদের পাশে থাকবে এটাই প্রকৃত মনুষত্বের কাজ। আমি বন্দরের শিক্ষকদের এ মহানুভবতার জন্য ধন্যবাদ জানাই।

এ সময় বন্দর উপজেলা শিক্ষা অফিসার সোহাগ হোসেন ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তা আবু জাফর, ইউআরসি ইন্সট্রাক্টর নাসরিন জাহান পপি, সহকারী শিক্ষা অফিসার সাইফুদ্দিন বিপ্লব, তাছলিমা সুলতানা, বন্দর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হালিম, সাধারন সম্পাদক আজিবুর রহমান, প্রধান শিক্ষক জাকির হোসেন, আনিছুর রহমান, সেলিম রেজা, সহকারী শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সহসভাপতি নুর জাহিদ বাদল, খোরশেদ আলম, আব্দল মান্নান, সামসুল, সাধারন সম্পাদক আব্দুর রউফ লাবু, সহসাধারন সম্পাদক শেখ কামাল, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, খাদিজা আক্তার লাকি, রাবেয়া আক্তার, শাহাদাত হোসেন, আব্বাস মিয়া প্রমূখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়