১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৪:৫৭, ১৯ অক্টোবর ২০২০

আপডেট: ১৫:০০, ১৯ অক্টোবর ২০২০

সাংবাদিক ইলিয়াস হত্যার আসামিরা অধরা, মানববন্ধনে ক্ষোভ

সাংবাদিক ইলিয়াস হত্যার আসামিরা অধরা, মানববন্ধনে ক্ষোভ

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে সাংবাদিক ইলিয়াস শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও অতি দ্রুত বিচারের মাধ্যমে শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে চারটি সংগঠন মানববন্ধনের আয়োজন করে। সংগঠনগুলো হলো: বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন, জাতীয় সাংবাদিক সংস্থা, সম্মিলিত নাট্যকর্মী জোট।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সদস্য দিল মোহাম্মদ দিলু, দৈনিক বিজয়ের নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক, সাংবাদিক শেখ আরিফ, মোখলেসুর রহমান, নাট্যকর্মী মো. মহিউদ্দিন খোকন, শফিউল আলম প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক ইলিয়াস হত্যায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার আরও ৫ আসামি অধরা। গ্রেফতার তিনজনকেই সাধারণ লোকজন পুলিশের কাছে হস্তান্তর করেছে। সাংবাদিক হত্যার বিচারে আশায় রাজপথে নামতে হয়েছে। এর চেয়ে ভীতিকর অবস্থা হতে পারে না। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।

৪৮ ঘন্টার মধ্যে ইলিয়াস শেখ হত্যা মামলার বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তারা বলেন, তথ্য ও প্রযুক্তি দিয়ে প্রশাসন এত এগিয়ে থেকেও সাংবাদিক ইলিয়াস হত্যায় জড়িতদের ধরতে ব্যর্থ। সাংবাদিক মারা যাচ্ছে, আমরা রাজপথে নেমে এসেছি, মানবন্ধন করা হচ্ছে। অথচ এত কিছুর পরেও প্রশাসনের টনক নড়ছে না। অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করে দ্রুত চার্জশিট প্রদানের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়