১৮ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:৫৩, ২৪ জানুয়ারি ২০২১

সাংবাদিকদের সহযোগিতা চায় বিএনপি’র আইনজীবিরা

সাংবাদিকদের সহযোগিতা চায় বিএনপি’র আইনজীবিরা

প্রেস নারায়ণগঞ্জ: আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন সুষ্ঠ করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে জাতীয়তাবাদি আইনজীবি ফোরাম। এ দাবীতে তারা রোববার (২৪ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক বরাবরে লিখিত আবেদন জানিয়েছে। আবেদনে তারা নির্বাচন পর্যবেক্ষনে নারায়ণগঞ্জের সকল সাংবাদিকদের উপস্থিতি কামনা করে।

লিখিত আবেদনে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি পদপ্রার্থী এডভোকেট সরকার হুমায়ুন কবির ও ফোরামের সাংগঠনিক সম্পাদক এ কে এম ওমর ফারুক নয়ন জানায়, বিগত নির্বাচনগুলিতে তারা দেখেছেন যে ভোটাররা ভোট দিতে গেলে আওয়ামী সমর্থক আইনজীবিরা ভোটারদের সাথে বুথে প্রবেশ করে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে বাধ্য করে। এইক্ষেত্রে নির্বাচন কমিশনাররা আওয়ামী লীগের আইনজীবিকে বাধা না দিয়ে সহযোগিতা করে। ভয়ভীতির মাধ্যমে বিএনপি প্যানেলের বিজয় ছিনিয়ে নিয়ে যায়। গত বছরের নির্বাচনে তারা সবার কাছে গ্রহনযোগ্য নিরপেক্ষ নির্বাচন কমিশনারদের বাদ দিয়ে জোর করে আওয়ামীপন্থী আইনজীবিদের মাধ্যমে একটি নির্বাচন কমিশন গঠন করেছিলো। এবছরও তারা একই ধরনের নির্বাচন কমিশন গঠন করেছে। ২-৩ মিনিটের মধ্যে এজিএম শেষ করে ফেলেছে। নির্বাচনের দিন তারা বিএনপি সমর্থক আইনজীবিদের আদালতে আসতে বাধা দিয়ে ভোট দেয়া থেকে বিরত রাখে। এমনকি কোনো কোনো আইনজীবিকে তারা আদালত প্রাঙ্গন থেকে উঠিয়ে নিয়ে গেছে। এ অবস্থায় পরিস্থিতির তথ্য নিয়মিত প্রকাশ করে নিরপেক্ষ, সুষ্ঠ, অবাধ নির্বাচনে অনুষ্ঠানে তারা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়