২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৮:০৬, ১১ নভেম্বর ২০২০

সাইনবোর্ডে নিজস্ব ভবনে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস

সাইনবোর্ডে নিজস্ব ভবনে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস অবশেষে নিজস্ব ভবনে উঠেছে। দেশের অন্যান্য জেলার পাসপোর্ট অফিস নিজস্ব ভবনে উঠলেও নানা জটিলতার কারণে পিছিয়ে পড়েছিলো রাজধানীর সবেচেয়ে কাছের জেলা নারায়ণগঞ্জ। সব জটিলতা কাটিয়ে দীর্ঘ ছয় বছর ভাড়া বাসায় থাকার পর গত ৮ নভেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পাশেই সাইনবোর্ড এলাকায় অবস্থিত নতুন ভবনে পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়েছে। প্রায় ২৫ শতাংশ জমির ওপর নির্মিত চারতলা ভবনের পুরোটাই সুসজ্জিত।

এর আগে পাসপোর্ট অফিসটি ছিলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায়।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ‘নতুন ভবনে উঠে নতুন উদ্যমে অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের অফিসটি লিঙ্ক রোডের পাশে হওয়ায় লোকজনের অনেক সুবিধা হবে। গাড়ি থেকে নেমেই অফিসে আসতে পারবে। অফিসের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকায় সেবা গ্রহীতাদের জন্য বসার ব্যবস্থা রাখা হয়েছে।’

ই-পাসপোর্ট চালু হওয়া সম্পর্কে তিনি বলেন, ‘ডিসেম্বর মাসের ২য় সপ্তাহের মধ্যে নারায়ণগঞ্জে ই-পাসপোর্ট সেবার কার্যক্রম চালু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। ই-পাসপোর্ট পরিষেবা চালু হলে আবেদনকারীদের সময় বাঁচবে ও ভোগান্তি কমবে।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়