২৩ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৩৬, ৯ ডিসেম্বর ২০২১

আপডেট: ২১:৩৭, ৯ ডিসেম্বর ২০২১

সানজিদ হত্যা মামলায় কদম গ্রেফতার

সানজিদ হত্যা মামলায় কদম গ্রেফতার

প্রেস নারায়ণগঞ্জ: নগরীর কিল্লারপুল এলাকায় কিশোর সানজিদ দেওয়ান হত্যা মামলার ২ নম্বর আসামি কদমকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কদম কিল্লারপুল এলাকার মৃত মুন্নাফের ছোট ছেলে এবং এই ঘটনার অন্যতম মূলহোতা।

এ বিষয়ে নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক মোতালেব জানান, রাতে কদমকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এর আগে গত ৬ডিসেম্বর রাতে এই মামলার ৩ নম্বর আসামি কবিরকে গ্রেফতার করে পুলিশ।

মামালার অন্য আসামিরা হলেন- কিল্লারপুল এলাকা মৃত মুন্নাফের বড় ছেলে আদম এবং মৃত আহাম্মদ আলীর ছেলে রনি।

প্রসঙ্গত, গত রবিবার (২১ নভেম্বর) রাতে সাড়ে ৯টার দিকে ব্যাডমিন্টন কোর্টের জন্যে কিল্লারপুলে বাশ নিয়ে আসার জন্যে যায় সানজিদ, সিজান ও আরো ২-৪ জন। সে সময় রাস্তায় দুই ছেলে মেয়েকে ঘিরে ৬-৭ জন জড়ো থাকায় কারণ জিজ্ঞেস করে সানজিদ। তখন আদম আর কদম নামের দুই ভাই সঙ্গে বাকবিতন্ডা ও হাতাহাতির এক পর্যায়ে ছুরিকাঘাত করে সানজিদ ও সিজানকে। আহত সিজানকে ভিক্টোরিয়া হাসপতাল নিয়ে তাকে চিকিৎসা দেয়া হয় এবং সানজিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোমবার (২২ নভেম্বর) কিশোর সানজিদের বাবা রিপন দেওয়ান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়