২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৪৭, ৬ এপ্রিল ২০২০

সামা‌জিক দূরত্ব নি‌শ্চিত কর‌তে ম্যাজি‌স্ট্রেটের অ‌ভিযান

সামা‌জিক দূরত্ব নি‌শ্চিত কর‌তে ম্যাজি‌স্ট্রেটের অ‌ভিযান

প্রেস নারায়ণগঞ্জ: প্রাণঘা‌তি ক‌রোনা ভাইরা‌সের সংক্রমণ ঠেকা‌তে সদর উপ‌জেলার কাশিপুর ও গোগনগর ইউনিয়নে লকডাউন এবং সামা‌জিক দূরত্ব নি‌শ্চিত কর‌তে অ‌ভিযান প‌রিচা‌লিত হ‌য়ে‌ছে।

‌সোমবার (৬ এ‌প্রিল) বেলা ১১টা থে‌কে দুপুর ২টা পর্যন্ত এ অ‌ভিযা‌নের নেতৃ‌ত্ব দেন নির্বাহী ম্যাজি‌স্ট্রেট ও ভূমি কমিশনার (সদর) হাসান বিন মোহাম্মদ আলী।

অ‌ভিযানকা‌লে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান সমূহে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দোকান মালিকদের ও ক্রেতা সাধারণদের তিন ফুট দূরত্বে অবস্থান নিশ্চিত করতে গোলাকার চিহ্ন দিতে বলা হয়।

তি‌নি ব‌লেন, মরণব্যাধী ক‌রোনা থে‌কে বাঁচ‌তে সবাই বাসায় অবস্থান করুন। বিনা কার‌ণে কেউ রাস্তায় নাম‌বেন না। অকার‌ণে বাই‌রে এ‌লে ক‌ঠোর ব্যবস্থা নেওয়া হ‌বে।

এ সময় ধর্মমন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ধর্মীয় উপসনালয় সমূহে যে কোন ধরণের জমায়েত বন্ধের জন্যে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি এবং ইমাম, আলেম, মুয়াজ্জিন, সম্মানিত মূসল্লিদের মাঝে মাইকিং এবং জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রচারণা চালানো হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও আনসার বাহিনীর উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়