২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১০:২৫, ২১ এপ্রিল ২০২০

আপডেট: ১০:৩৯, ২১ এপ্রিল ২০২০

সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্ত তিনশ ছাড়াল, মৃত্যু ১৭

সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্ত তিনশ ছাড়াল, মৃত্যু ১৭

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের মিছিল। তবে জেলায় করোনার প্রকোপ সবচেয়ে বেশি সিটি কর্পোরেশন এলাকায়। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪২১ জন এবং মারা গেছেন ৩৩ জন। এরমধ্যে শুধু সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্তের সংখ্যা ৩০৪ এবং মারা গেছে ১৭ জন। সিটি কর্পোরেশন এলাকায় এই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি কারণ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের ৯ ওয়ার্ডে মারা গেছেন আরও ৫ জন ও আক্রান্ত ২১ জন। এই মৃত্যুর ও আক্রান্তের সংখ্যা জেলা স্বাস্থ্য বিভাগ বন্দর এনসিসি নামে আলাদা ভাবে গণনা করছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, সদর উপজেলায় ৬৭ জন, বন্দর উপজেলায় ৫ জন, বন্দর এনসিসি এলাকায় ২১ জন, রূপগঞ্জ উপজেলায় ৬ জন, আড়াইহাজার উপজেলায় ১২ জন এবং সোনারগাঁ উপজেলায় ৬ জন আক্রান্ত।

অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে নারায়ণঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৭ জন, বন্দর উপজেলায় ১ জন, বন্দর এনসিসি এলাকায় ৫ জন। সদর উপজেলা মারা গেছেন ৮ জন, রূপগঞ্জে ১ জন ও সোনারগাঁয়ে ১ জন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়