১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ০০:৩০, ১ ডিসেম্বর ২০২২

আপডেট: ০০:৩৩, ১ ডিসেম্বর ২০২২

সিদ্ধিরগঞ্জে ২শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সিদ্ধিরগঞ্জে ২শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ফাইল ছবি

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বাসাবাড়ির দুইশ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা ও অপর একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় থেকে সন্ধ্যা পর্যন্ত সুমিলপাড়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ তিতাস গ্যাস অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরান।

অভিযানে আরো উপস্থিত ছিলেন- ফতুল্লা অফিসের ব্যবস্থাপক জয়নুল আবেদীন, তিতাস গ্যাস অফিসের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের সদস্যরা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় এক কিলোমিটার এলাকা জুড়ে বাসাবাড়ির প্রায় দুইশ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়াও অবৈধ গ্যাস সংযোগের কারণে এস আর এন্টারপ্রাইজের মালিক আবুল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে রুহুল আমিন ভোলার মালিকাধীন কারখানার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়