২৩ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৩৪, ২৭ ডিসেম্বর ২০২০

সিদ্ধিরগঞ্জে ২৩ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

সিদ্ধিরগঞ্জে ২৩ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

প্রেস নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীরত্বের সাথে সাহসী ভুমিকা রাখায় ২৩ জন বীর মুক্তিযোদ্ধাকে ‘বিজয় সম্মাননা পদক-২০২০ প্রদান করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) রাতে মহানগরের ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকায় ‘ওমর ফারুক ফাউন্ডেশন’ এর উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।

এসময় সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডে বসবাসকারী ২৩ জন বীর মুক্তিযোদ্ধাকে ফুলের মালা এবং উত্তরীয় পড়িয়ে সংবর্ধনাসহ তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি বিন্মশ্রদ্ধা নিবেদন করা হয়।

ওমর ফারুক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জে থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্ধিক, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফফর প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা হিসেবে যাদের সম্মাননা দেওয়া হয় তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা হাজী আহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মো. শামসের আলী, বীর মুক্তিযোদ্ধা মাহাবুর এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চেীধুরী, বীর মুক্তিযোদ্ধা মনসুর আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা হাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জামিলা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আ. হাই মুন্সি, বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তার সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কমর আলী, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহামুদ, বীর মুক্তিযোদ্ধা হারুন আল রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা, আ. ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন মিয়া।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়