১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:২৬, ৭ মে ২০২১

সিনহা গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন

সিনহা গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন

প্রেস নারায়ণগঞ্জ: শ্রমিকের এপ্রিল মাসের বেতন, ওভারটাইম ও পূর্ণ বোনাস ঈদের আগে প্রদান এবং সিনহা গার্মেন্টসের রিজাইনকৃত শ্রমিকদের প্রাপ্য পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় কাঁচপুর চৌরাস্তায় কাঁচপুর গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় কাঁচপুর গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ সভাপতি আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, রূপগঞ্জ উপজেলার সভাপতি মো. সোহেল, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রতি বছর শিল্প এলাকাগুলোতে ঈদের প্রাক্কালে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। মূলত মালিকদের বেতন বোনাস নিয়ে টালবাহানার কারণে এ পরিস্থিতি তৈরি হয়। অনেক মালিকরা ঈদের একদিন আগে বেতন এবং নামমাত্র বোনাস প্রদান করে। কেউ কেউ বোনাস না দিয়ে ২০০ বা ৫০০ টাকা বকশিশ দেয়। শেষ মুহুর্ত হওয়ায় শ্রমিকদের এগুলো নিয়ে মালিকদের সাথে আলোচনার সুযোগ থাকে না। ফলে শ্রমিকরা ঠিকমতো কেনাকাটাও করতে পারে না।

বক্তারা আরও বলেন, শ্রমমন্ত্রী ১০ তারিখের মধ্যে বেতন বোনাস পরিশোধের কথা বলেছেন। আইনে আছে সাত কর্ম দিবসের মধ্যে বেতন পরিশোধের কথা। শপথ নেয়া একজন মন্ত্রী কিভাবে আইন পরিপন্থী কথা বলতে পারেন। ২০ রোজার মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার অধিকাংশ শ্রমিক সংগঠনের দাবিকে উপেক্ষা করে ১০ মে এর মধ্যে বেতন-বোনাস পরিশোধের নির্দেশনা বাস্তবে মন্ত্রী এখানে মালিকদের স্বার্থ রক্ষা করছেন। এ সময় ঈদ বোনাস এবং এপ্রিল মাসের বেতন, ওভার টাইম, পূর্ণ বোনাস পরিশোধ করার দাবি জানান। সেই সাথে আদমজী ইপিজেডে অবস্থিত কুনতং অ্যাপারেলস, সুপ্রিম স্মার্ট গার্মেন্টসের ছাটাইকৃত শ্রমিক এবং সিনহা গার্মেন্টসের রিজাইনকৃত শ্রমিকদের বকেয়া প্রাপ্য পাওনা ঈদের আগে পরিশোধের দাবি জানান নেতৃবৃন্দ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়