২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৩৩, ৯ জুন ২০১৯

সুদূর লন্ডন থেকে না’গঞ্জে ব্যবসা চালান এই নারী উদ্যোক্তা

সুদূর লন্ডন থেকে না’গঞ্জে ব্যবসা চালান এই নারী উদ্যোক্তা

প্রেস নারায়ণগঞ্জ: মেহের আফরোজ নামি। থাকেন সুদূর লন্ডনে। কিন্তু নারায়ণগঞ্জের নারীদের মাঝে রয়েছে তার সুপরিচিতি। ব্যতিক্রমী এই নারী উদ্যোক্তা লন্ডন থেকেই তার ব্যবসা চালান নারায়ণগঞ্জে। মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে। নিজের প্রচেষ্টা ও তথ্য-প্রযুক্তির ব্যবহার করে ফেসবুক পেজ ‘লেট ইট গ্লো’র মাধ্যমে স্বল্প মূল্যে নারীর প্রসাধনীতে ব্যবহৃত বিভিন্ন কোম্পানীর আসল পণ্য পৌছে দিচ্ছেন তার গ্রাহকদের কাছে। তবে বর্তমানে শুধু নারায়ণগঞ্জের মধ্যে তার ব্যবসা সীমাবদ্ধ থাকলেও পুরো বাংলাদেশেই এর বিস্তারের স্বপ্ন রয়েছে তার।

লন্ডন গ্রীনিচ বিশ্ববিদ্যালয়ে এডাল্ট নার্সিং এ পড়াশোনা করেছেন মেহের আফরোজ। তার পাশাপাশি ‘সুপার ড্রাগ’ নামক একটি প্রতিষ্ঠানে যুক্ত আছেন বিউটি কনসালট্যান্ট হিসেবে। একই সঙ্গে তার ফেসবুক পেজটির মাধ্যমে সুদূর লন্ডনে বসে নারায়ণগঞ্জে পরিচালনা করছেন নিজের ব্যবসা। এক হাতেই সামলে নিচ্ছেন সব। তবু ক্লান্তিতে ভেঙে পড়েন না এই নারী উদ্যোক্তা। নামি বলেন, ‘ক্লান্তি আসে। চাকরি, ব্যবসা, পড়াশোনা সবটাই করতে হয়। তবে আমি নিজেকে থেমে থাকতে দেই না।’

অনলাইন ব্যবসা কেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘বাংলাদেশে বিউটি প্রডাক্টগুলো ব্রান্ডেড পণ্যের নামে বিক্রি হয় র‍্যাপ্লিকা (নকল)। সবাই জেনে শুনেই তা বিক্রি করছেন, ক্রেতারা কিনছেন আবার ব্যবহারও করছেন। যার ফলে ত্বকের ও স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছেন। আমি সবার জন্য কিছু করতে চাচ্ছিলাম কিন্তু কীভাবে, কী করবো ভেবে পাচ্ছিলাম না। আমি লন্ডন থেকে কিই-বা করতে পারি? অনেক ভাবার পর একটা পথ খুজে পেলাম এবং কিছু মানুষের সঙ্গে আলোচনা করলাম। কীভাবে আসল পণ্য লন্ডন থেকে দেশে পাঠানো যায়।’

তিনি আরোও বলেন, ‘নারায়ণগঞ্জের একজন অনলাইন নারী উদ্যোক্তা জেনীর সহযোগিতায় আমি প্রথম আমার পণ্য পার্সেল পাঠিয়েছিলাম। দেখলাম সবার মাঝে সঠিক পণ্যের কদর ও চাহিদা দুটোই রয়েছে। সবাই আমাদের বিশ্বাস করে পণ্যগুলো নিচ্ছে। ক্রেতাদের সাড়া পেয়ে আমি কাজ শুরু করি। সম্প্রতি একটি ঈদ মেলায় অংশগ্রহণও করি। মেলায় সবাই আমার পণ্য খুব পছন্দ করেছে এবং প্রশংসা করেছে। এটাই আমার আগামী দিনের জন্য উৎসাহ যোগাবে।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়