২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২২:১১, ৩১ আগস্ট ২০২১

আপডেট: ২২:১৫, ৩১ আগস্ট ২০২১

সোনারগাঁ ও ফতুল্লায় বিদুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

সোনারগাঁ ও ফতুল্লায় বিদুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

প্রেস নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের কাঁচপুরে ও ফতুল্লার নূরবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (৩০) ও আশানবী (২৬) নামে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।

নিহত আল আমিন সোনারগাঁওয়ের খালপাড় এলাকার আ.আজিজের ছেলে এবং আশানবীর বাড়ি জামালপুর মেলান্দহ উপজেলার হবিপুর গ্রামে।

নিহত আল আমিনের বিষয়ে কাঁচপুরের আলী নুর পেপারস মিলের কর্মচারী শায়েদ মাহমুদ মিলন জানান, আল আমিন তাদের কারখানা পরিষ্কার করার জন্য যান। কারখানা পরিষ্কার করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশানবীর সহকর্মী মো. সোহেল জানান, ফতুল্লার নুরবাগ এলাকায় একটি ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন তারা। এক পর্যায়ে পাইলিংয়ের রড পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়