২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:২২, ২৩ আগস্ট ২০২১

আপডেট: ২০:২২, ২৩ আগস্ট ২০২১

সোনারগাঁ থেকে বিয়ার ও বিদেশি মদসহ গ্রেফতার ৪

সোনারগাঁ থেকে বিয়ার ও বিদেশি মদসহ গ্রেফতার ৪

প্রেস নারায়ণগঞ্জ: সোনারগাঁ থেকে বিয়ার ও বিদেশি মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) সকালে সোনারগাঁয়ের জৌনপুর গ্রাম থেকে ১০৯ পিস বিয়ার ও ২ বোতল বিদেশি মদসহ তাদের গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: সোনারগাঁয়ের জৌনপুর গ্রামের মনির হোসেনের ভাড়াটিয়া মো. ইমতিয়াজের ছেলে মো. ইমন (২০) ও ইমরান (২১), সোনারগাঁয়ের রতনপুর গ্রামের কালামের ছেলে রিমন (২৪) এবং একই গ্রামের রায়হানের ছেলে মো. সাগর (২২)।

এবিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম জানান, সকাল পৌনে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে জৌনপুর গ্রামের মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া ইমন ও ইমরানের ঘরে তল্লাশি করে ১০৯ পিস বিয়ার ও ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসময় ইমন ও ইমরানসহ তাদের সহযোগী রিমন এবং সাগরকে গ্রেফতার করা হয়। তারা মাদক ব্যবসার পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়