১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৮:০১, ১৯ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৪:৫০, ২০ ডিসেম্বর ২০২০

সোনারগাঁয়ে অটো রিকশার গ্যারেজে আগুন

সোনারগাঁয়ে অটো রিকশার গ্যারেজে আগুন

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটো রিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ২টি রিকশা ও ১২টি ব্যাটারি চালিত মিশুক। শুক্রবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টায় কাঁচপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থালে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন গ্যারেজ মালিক।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, রাত দেড়টায় গ্যারেজের পিছনে গ্যাস লাইজারে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততক্ষণে বৈদ্যুতিক তারে আগুন লেগে দ্রুত গ্যারেজে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি জানান, আমরা ১টা ৫০ মিনিটে ঘটনাস্থালে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়